Saturday , 30 November 2024 | [bangla_date]

বোদায় অবৈধভাবে সার বিক্রি দায়ে ডিলারকে ২ লাখ টাকা জরিমানা, ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে টিএসপি ও পটাশসহ সার বিক্রি করার অভিযোগে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্স নামের এক সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় আল মামুন নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ওই সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে হতে রাত ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে সার বিক্রির প্রমাণ মেলায় তাদের এই অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কয়েক দিন ধরেই সেনাবাহিনীর সদস্যরা অবৈধ সার বিক্রির চক্রকে ধরতে কাজ করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার নাসিরমন্ডল হাট বাজারে অবৈধ ভাবে সার বিক্রির সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদরে নুরনবী মজুমদার নামের এক সার ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আল মামুনের সাথে নুরনবী মজুমদারের লাখ লাখ টাকার সার বিক্রি ও টাকা লেনদেনের প্রমাণ পায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্সের ম্যানেজার আইয়ুব আলীকে ২ লাখ টাকা জরিমানা ও আল মামুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির বলেন, আল মামুন পেশায় অটো চালক। তিনি নুরনবী মজুমদারের কাছে সার নিয়ে বিভিন্ন ছোট ব্যবসায়ী ও কৃষকদের কাছে চওড়া দরে বিক্রি করতেন। প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে নুরনবী মজুমদারের গুদামে অভিযান চালানো হয়। সেখানে রেজিস্টার নয় এমন একটি খাতায় আল মামুনের নামে ১০/১২ লাখ টাকা করে সার বেচাকেনার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ও আল মামুনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে নুরনবী মজুমদার ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা বাড়ছে  শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে প্রবাসী সংগঠনের ঈদ উপহার

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দুলালের পিতার ইন্তেকাল

পীরগঞ্জে এতিম শিশুদের বৈদ্যুতিক ফ্যান দিলেন ল্যাম্পপোস্ট

পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় সুশেন চন্দ্র রায়

জেএসকেএস এর উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সেবাদানকারী সংস্থা ও সুশীল সমাজের ভ‚মিকা শীর্ষক সংলাপ

রাণীশংকৈলে প্রশাসনিক কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল

দিনাজপুর খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা-বোদাপাড়া সীমান্তে এবারও হলোনা দু’বাংলার নাগরিকদের মিলনমেলা