বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ বাংলাদেশ সেনাবাহিনী সৈয়দপুর সেনানিবাস এর ৩২ ই বেংগলের উদ্যোগে,সেনাবাহিনীর পক্ষ থেকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার দুইশত জন গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শনিবার বোদা উপজেলা পরিষদ চত্বরে এসকল সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এসকল খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় সৈয়দপুর সেনানিবাস এর ৩২ ই বেংগলের ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,ইউনিয়ন পরিষদ চেযারম্যান নজরুল ইসলাম প্রধান,অখিল চন্দ্র ঘোষ শিশা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল.ডাল,তেল,লবন,চিড়া মসলা ও পাঁচ লিটার করে বিশুদ্ধ পানি।