ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ ২৮ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ সভার কার্যবিবরণী থেকে উদ্ধৃতাংশ (আইএসপিএবি আঞ্চলিক দিনাজপুর জেলা আহবান কমিটি গঠন) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ২০২৪-২০২৬ সিদ্ধান্ত মোতাবেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগামী ৩ মাসের মেয়াদকালে দিনাজপুর জেলায় আইএসপিএবি’র আঞ্চলিক জেলা আহবায় কমিটি নিম্নোক্তভাবে গঠন করার সিদ্ধান্ত গৃহীত। সিদ্ধানন্ত মোতাবেক গত ১০ ডিসেম্বর’২০২৪ তারিখে আইএসপিএবি এর প্যাডের পাতায় কেন্দ্রীয় সভাপতি মোঃ এমদাদুল হক ও সেক্রেটারী নাজমুল করিম ভ‚ঁইয়া’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করা হয়।
৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটির মধ্যে দিনাজপুরের স্পিরিটেড নেটওয়ার্ক এর প্রোপাইটার মোঃ শাফায়েত হোসেন সজিব-কে আহŸায়ক সিদ্ধান্ত প্রকাশ করা হয়। আহŸায় কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফ্রেন্ডস ব্রডব্যান্ড নেটওয়ার্ক-এর প্রোপাইটর মোঃ এরফান হাসান, আরভি সাইবার ওয়ার্ল্ড এর প্রোপাইটর জুলফিকার রহমান, রেপিড টেকনোলজি এর প্রোপাইটর মনিরা নাছরিন, বেলাল আইটি’র প্রোপাইটর মোঃ বেলাল হোসেন।