সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পাচঁদিন ব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ “কাবিং করি, নিজেকে গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ  উদ্দীপনায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়। শনিবার(২১ ডিসেম্বর) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি  ও বাংলাদেশের স্কাউটস বীরগঞ্জ উপজেলার শাখার সহ সভাপতি দীপংকর বর্মন ।  

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এল টি আরিফ হোসেন চৌধুরী, নীলফামারী জেলা কাব ট্রেনার লিডার এ এল টি খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ,উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসার গীতা রানী, পরিতোষ কুমার রায়,উপজেলা স্কাউটস এর সহ সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ন সম্পাদক মতিউল ইসলাম, কাব লিডার সঞ্চিতা রায়, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ আহসান হাবিব,সাব ক্যাম্প চিপ

মো: আব্দুল মান্নান(কাহারোল)

মোজাম্মেল হক ,কমিশনার ইসমত আরা সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো এবং তাদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে শিশুদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করা হয়। যা এই ক্যাম্পুরী অংশগ্রহণের মাধ্যমে  তারা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি। 

উল্লেখ্য, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী আগামী ২৪ ডিসেম্বর মহা তাবু জলসার মাধ্যমে শেষ হবে বলে জানান আয়োজক কমিটি।  এবারের ক্যাম্পুরীতে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫০ কাব শিশু সহ ক্যাম্পুরী কর্মকর্তা ও রোভার  বন্ধুরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি করতোয়ার পাড়ে এখনও নিখোঁজদের খুজে ফিরছেন স্বজনরা

বাংলাদেশকে উন্নয়নশীল দেশের জন্য প্রধানমন্ত্রী কাজ করছে -রমেশ চন্দ্র সেন

হরিপুর উপজেলা প্রেস ক্লাবের ১ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে অটোবাইক উল্টে যাত্রী ও অটোবাইক চাপায় নিহত-২

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

বিরল সরকারি কলেজে স্মরণ  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরল সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোচাগঞ্জে মাল্টা চাষ হচ্ছে বানিজ্যিক ভাবে

ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫২৭ টি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!