মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক। তার নয় বছরের শাসনামলে এদেশে কোন দুর্ণীতি ছিল না দুঃসাশন ছিল না। নব্বই এর পরে আজ পর্যন্ত যে কয়টি সরকার এসেছে প্রত্যেকটি সরকার দুর্ণীতি করেছে, দুঃসাশন করেছে, মানুষের গণতন্ত্র হরণ করেছে। আমরা মনে করি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এবং আগামী দিনে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি যদি রাষ্ট ক্ষমতায় আসে তাহলে বৈষম্যহীন দুর্ণীতি ও দুঃসাশন মুক্ত একটি বাংলাদেশ গঠন হবে। দিনাজপুরের বোচাগঞ্জে গত বুধবার জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিকাল সাড়ে ৩টায় সেতাবগঞ্জ বাজারের সওদাগর পাড়ার দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আব্দুল আলিম এর সভাপতিত্বে এছাড়াও সভায় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুব সংহতির আহবায়ক আহসানুল মতিন নান্নু, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ লিমন, ১নং-নাফানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পুর্বে দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। কেক কাটার পর দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি বিশাল শোভাযাত্রা সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।