কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাহারোল উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার (১ জানুয়ারী’২৫) বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা ছাত্রদলে কার্যালয় হতে উপজেলা শাখা ছাত্রদলের আহব্বায়ক মোঃ ফরহাদ হোসেন ও যুগ্ন আহব্বায়ক মুশফিকুর রহমান চৌধুরী (হিমেল) এর নেতৃত্বে এক বণার্ঢ্য র্যলী বের করা হয়। র্যলীটি উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে ছাত্রদলের কার্যালয় এসে শেষ হয়। র্যলী শেষে এক আলোচনা, দোয়া-মাহফিল এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বি,এন,পির মনোনয়ন প্রত্যাশী মোঃ মামুনুর রশিদ চৌধুরী। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ন আহব্বায়ক মোঃ কায়দে আযম, মোঃ ইসমাঈল হোসেন, যুবনেতা মোঃ লাবু সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব উলিউর রহমান ও মুকুন্দপুর ইউনিয়ন বি,এন,পির সভাপতি মোঃ মান্নান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।