কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতি পাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২জানুয়ারী’২৫) সকাল সাড়ে ১০ টার সময় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি), ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কমিউনিটি ডেভলপমেন্ট এসেসিয়েশন (সিডিএ) এর যৌথ সার্বিক সহযোগীতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় হতে এক বণার্ঢ্য র্যলী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, এনজিও এমকেপি’র স্কুল ফ্যাসিলিটেটর আসমা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ বিলকিস বানু প্রমুখ।