বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৩, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্কারা চৌধুরী পাড়া গ্রামের মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক শস্য আলমগীর কবির , উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, স্থানীয় কৃষক পলাশ সাহা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় লষ্কারা গ্রামের ৪৪ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এর ফলে, ভিন্ন সময়ে ফসল রোপণের কারণে ফসলের রোগ পোকামাকড়ের নানা জটিল বিরম্বনা দূর হবে এবং একই সময়ে আবাদের সময় যে কোনো বিপদে একযোগে কাজ করে সহজেই মোকাবেলা করতে পারবেন। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে জেলার কৃষিতে খুলছে এক নতুন দুয়ার।

তিনি আরও জানান, প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেম বা ট্রে-তে লাগানো যায় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা হয়। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করলে সময় কম লাগবে।’ এছাড়া ধান পাকলে সেই ধান যন্ত্রের সাহায্যে কেটেও দেয়া হবে বলে তিনি জানান।এতে করে কৃষকদের উৎপাদন খরচ কমবে ও শ্রমিক সংকট দূর হবে। কৃষকরা অধিক উৎপাদনের মাধ্যমে আরও বেশী লাভবান হবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী ১১ই মার্চ তৎকালীন এসএনকলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ৬ষ্ঠ মিলন মেলা হবে

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ফুলের বাগান রোগীদের মাঝে প্রশান্তি এনেছে

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান

রাণীশংকৈলে ১৭বছরে যায়যায়দিনের জন্মদিন পলিত

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

হরিপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য পাঁচটি গ্রাম

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলা প্রেসক্লাব হরিপুরের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ

বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন