সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে ভ‚ট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে ভুট্টা চাষাবাদের লক্ষ্য মাত্রা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা ৬টি ইউনিয়নে এবার ভূট্রা চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে শীর্তের প্রকোপ কম থাকা সঠিক সময়ে বৃষ্টি রোদ্রের প্রখরতা না থাকায় ভূট্রার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবার ভূট্রা চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার কৃষকরা। এবার ভূট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। অনুকুল আবহওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি হওয়ায় সল্প খরচে যথাসময়ে কৃষকেরা এবার ভ‚ট্টা বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন তারা। ভূট্টা চাষাবাদের খরচ কম অথচ ফলন ও দাম বেশী পাওয়ায় গত বছরের মত এবছরও ভূট্টা চাষে কৃষকেরা আগ্রহ দেখাচ্ছেন। গত বছর বাজারে ভূট্টার দাম বেশী পাওয়ায় বিভিন্ন এলাকায় কৃষকরা ভূট্টা চাষ বেশী হয়েছে। তবে গতবছরের চেয়ে এবছর বেশী ভূট্টা চাষাবাদ হয়েছে। ভূট্টা চাষাবাদের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই উপজেলার মানুষের জীবন যাত্রার মান। উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসমে উপজেলায় ১১ হাজার ৮৯০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। আলু উত্তোলনের পর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছেন। গত বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১১ দশমিক ৯৯ মেট্রিক টন ভূট্টা। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মোঃ সাদে আলী জানান, আমাদের এখানে ধানের চাষ বেশী । তবে ভূট্টা চাষাবাদে লাভজনক হওয়ায় এবার নতুন করে ভূট্টা চাষ শুরু করেছি। একই এলাকার আরেক কৃষক মোঃ শরীফ উদ্দীন বলেন, ভূট্টা চাষাবাদ করে কৃষকরা লাভবান হয়, তাই ভূট্টা চাষাবাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান চাষে খরচ বেশী লাভ কম হওয়ায় আমরা ভূট্টা চাষাবাদে আমরা আগ্রহ হয়েছি। তবে, সার, কীটনাশকের মুল্য যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে লাভ আরও বেশী হতো। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, ভূট্টা সহ নানা ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেই জন্য বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের জন্য স্বার্বক্ষনিক মনিটরিং করে আসছি। এবার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে ভূট্টার। উপজেলায় ভূট্টা চাষাবাদের মাধ্যমে কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও