মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চার দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২২ মার্র্চ-২০২৫ শনিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ পল্লী শ্রী এর প্রশিক্ষণ কেন্দ্রে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চার দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন কোর্স ডিরেক্টর ও প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়কারী ও রিসোর্স পার্সন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক রিয়াজ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে গ্রাম আদালত, আদালত, বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্থক্য এবং গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক। প্রশিক্ষণে পরিচয় পর্ব,প্রত্যাশা যাচাই প্রশিক্ষণ নিয়মনীতি, প্রশিক্ষণের উদ্দেশ্য এই বিষয়ের উপর আলোচনা করেন কোর্স সমন্বয়কারী ও রিসোর্স পার্সন উপপরিচালক- স্থানীয় সরকার দিনাজপুর। প্রকল্প পরিচিতি,প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন এভিসিবি-৩ প্রকল্প এর জেলা ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক ।
এ ছাড়াও উক্ত প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশনে প্রারম্ভিক আলোচনা। গ্রাম আদালতের ওপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন। সমঝোতামূলক বিচার ব্যবস্থার অন্তনিহিত তাৎপর্য । মামলার ধরন, গ্রাম আদালতের এখতিয়ার ও ক্ষমতা। গ্রাম আদালতের বিচার যোগ্য মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।
চার দিনব্যাপি উক্ত প্রশিক্ষণে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৫৬ জন ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশ গ্রহণ করছেন। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।