সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে জাতীয়তাবাদী তাঁতী দল বীরগঞ্জ উপজেলা ও বীরগঞ্জ পৌর শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা কমিটি। গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলাম ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান স্বাক্ষরিত পৃথক পৃথক দুইটি চিঠিতে এ তথ্য জানা গেছে।

তাঁতী দল বীরগঞ্জ উপজেলা পূর্বের কমিটি বাতিল করে ১৪ সদস্য বিশিষ্ট ৯০দিনের জন্য উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া তাঁতীদল বীরগঞ্জ পৌর শাখার পূর্বে কমিটি বাতিল করে ১৬ সদস্য বিশিষ্ট ৯০ দিনের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে আজ রোববার বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন আহবায়ক কমিটির একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান। এসময় উপস্থিত ছিলেন তাঁতী দল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন। বীরগঞ্জ থানা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারী ও দলুয়া কলেজের সহকারী অধ্যাপক এবং দিনাজপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. কামরুজ্জামান।

বীরগঞ্জ উপজেলা তাঁতীদলের নতুন আহবায়ক কমিটির আহবায়ক মো. রিয়াজুল ইসলাম ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক এবং বীরগঞ্জ পৌর শাখা তাঁতী দলের আহবায়ক নূর নবী ও সদস্য সচিব শহিদুল ইসলাম আপনকে জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল মালা দিয়ে বরণ করা হয় এবং সেই সাথে নবনির্বাচিত বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন কমিটির আহবায়ক ও সদস্য সচিববৃন্দ পৃথক পৃথক ভাবে জেলা তাঁতীদল জেলা কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বীরগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. আবু তাহের সিদ্দীক, জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. রবিউল ইসলাম রয়েল, আমগীর হোসেন, শাহীন কাদের, বদরুল মুকুল লেবু, শাহজান চৌধুরী, সদস্য মশিউর রহমান, শরিফুল ইসলাম, মো. আতাউর রহমান সুজন, মো. শাকিল হোসেন শান্ত। অপরদিকে তাঁতীদল বীরগঞ্জ পৌর শাখার যুগ্ম আহবায়ক মো. আলম, আব্দুল মালেক, নূর ইসলাম, আলতাফ হোসেন রুবেল, জয়নাল আবেদীন তোতা, মো. সেলিম হোসেন, মো. আরিফ হোসেন, মো. লুৎফর রহমান, মো. সেলিম, মো. নুর নবী, সদস্য জাহাঙ্গীর আলম, মো. আরমান, মো. রবিউল ইসলাম ও মো. শামীম ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যুর-৮৩, আক্রান্ত-৯ হাজার ৮২২

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রি বিতরণ

বীরগঞ্জে জেলা বিএনপি’র নব- নির্বাচিত নেতৃবৃন্দদের গণসংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

পঞ্চগড়ে ক্যাবের উদ্যোগে জ্বালানী রুপান্তর নীতি ও জ্বালানী সনদ চুক্তি বিষয়ে সংলাপ

বাংলাদেশের দারিদ্রতা ১৬ এর নিচে নামিয়ে আনাই সরকারের মুল লক্ষ ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন —

খানসামায় আশ্রয়ণের ঘরে আগুন, পুড়ল ১০ গবাদিপশু

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল

বীরগঞ্জে চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ছাই