সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মার’পিট ঘটনায় এক শিক্ষকের মৃ’ত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ঘটনায় মো. সাহাজুল ইসলাম নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুরের তাহেরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার নিহতের বড় ছেলে মো. এস এম শিবলী সাদিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত সাহাজুল ইসলাম (৫৭) নবাবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার ছেলে মো. সায়েম সাদিক (২৭) আহত হয়েছেন।
এ ঘটনায় আটক মোঃ রনি মিয়া (৩৫) নবাবগঞ্জের কুশদহ গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহাজুল ইসলাম ২৫ এপ্রিল রাত পৌনে ৮টারদিকে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজারে জনৈক নিরঞ্জনের বারো ভাজা দোকানে বসে বারো ভাজা খাইতেছিল। এসময় মোঃ রনি মিয়া, তাহার স্ত্রী মোছাঃ নাজমিন নাহার (৩৫) এবং ছেলে মেস্তাহুলসহ সেখানে আসিয়া সাহাজুল ইসলামের কাছে পাওনা টাকা দাবী করে। এসময় ভিকটিম ও আসামীদের মধ্যে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের একপর্যায়ে ভিকটিমকে ধাক্কাধাক্কি করে। উক্ত ঘটনার সংবাদ পাইয়া ভিকটিমের ছেলে শিবলী সাদিক এবং এস এম সাইহাম সাদিক ঘটনাস্থলে আসিলে তাদের সাথেও ধাক্কাধাক্কি হয়। এসময় আসামি রনি মিয়া দৌড়ে তার দোকানে গিয়ে দেশীয় ধারালো ছোরা এবং মোটরসাইকেলের ক্রাং এর সাথে পাইপ ঝালাই দেওয়া অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়িভাবে সাহাজুল মাস্টার ও তার ছেলেদেরকে আঘাত ও মারপিট করিয়া রক্তাক্ত করে গুরুতর জখম করে। আঘাতে ঘটনাস্থলে সাহাজুল মাস্টার মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আসামী রনি মিয়াকে আটক করিলেও অপর ২জন আসামী কৌশলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত সাহাজুল মাস্টার ও তার ছেলে শিবলী সাদিক এস এম সাইহাম সাদিকদেরকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাজুল মাস্টারকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে বিক্ষুব্ধ জনতা আটককৃত আসামী মোঃ রনি মিয়াকে মারধর করে। উক্ত আসামীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়া থানা হেফাজতে নেয়া হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ রনি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের ছেলে মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ফসিল জমি

বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল শিক্ষা পদ্ধতি স্মার্ট বাংলাদেশ গঠনের পাথেয়-এমপি গোপাল

রাণীশংকৈলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধু কন্যা ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে ৭০ বছরের বৃদ্ধকে মারপিটের অভিযোগ

বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

বিরলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বীরগঞ্জে ৩শত’ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ