ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌর শহরের প্রানকেন্দ্র মোহাম্মদ আলী সড়কে নিজ বাড়ির পাশে ও বাটা শো রুমের পাশের একটি সরু গলী থেকে লিলি চক্রবর্তী ওরফে শান্তনার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে জনসাধারণের মাধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পৌর শহরসহ জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ২১ দিনেও পুলিশ এ হত্যাকন্ডের ব্যাপারে কোন ক্লু বের করতে পারেনি। লাশের অবস্থা দেখে জনমনে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম নিলেও ঘটনাটি ধুয়াশায় রয়ে গেছে। বুধবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একেএম আতিকুর রহমান জানান, ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য যে, ৮ জুলাই পৌরসভার শহীদ মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ির পাশ্ববর্তী বাটা শোরুমের পাশের একটি সরু গোলী থেকে লিলি চক্রবর্তী ওরফে শান্তনা (৫০) নামের ওই নারীর মরদেহ উদ্ধা করে পুলিশ। তিনি প্রারম্ভিক কিন্ডার গার্টেনের শিক্ষিকা ছিলেন।