পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে ‘খোঁজখবর, যোগাযোগ ও নেতৃত্ব’ শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র প্রবীণদের আর্থ সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য ‘প্রবীণ কল্যাণ কর্মসূচি’র আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সদর উপজেলার পাঁচ ইউনিয়নের প্রবীণ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ধাক্কামারা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই প্রশিক্ষণ শুরু হয়েছে। পাঁচটি ইউনিয়নের ০৮ জন প্রবীণ নেত্রী ও ২২ জন প্রবীণ নেতা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাক্কামারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, রিক’র পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আব্দুল মালেক প্রামাণিক শামীম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার রেজাউল করিম ও পঞ্চগড় শাখার ম্যানেজার জিয়াউল হক। প্রশিক্ষণটি পরিচালনা করছেন রিক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মিলি বেগম ও ফেরদৌসী বেগম গীতালি।