পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চক্ষু রোগীদের জন্য ফি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমবার উপজেলা নাকাটিহাট শহিদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে মজিবর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারক আলী চক্ষু হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে। সকালে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মজিবর রহমান ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবকে এমপি উপজেলা বিএনপি’র সভাপতি ও মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সভাপতি জাহিদুর রহমান জাহিদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক ব্যাংকার শাহাজাহান আলী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাক জিয়াউল ইসলাম জিয়া,মোবারক আলী চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, ট্রাষ্টের সদস্য কামরুজ্জামান, নাকাটিহাট শহিদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলিমুল হক, তৈবুর রহমান, মোর্সেদা বেগম , হায়দার আলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় ১ শ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে ১৮ জনের চোখে বিনামুল্যে ল্যান্স সংযোজনের জন্য বাছাই করা হয়। সভা সঞ্চালনা করেন মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সদস্য মোকাদ্দেস হায়াত মিলন।