মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ শিক্ষার গুণগত মান উন্নয়নে আজ ১৯জুন বৃহস্পতিবার বেলা ২টায় দিনাজপুরের বোচাগঞ্জসহ সারা বাংলাদেশের ৪৪টি উপজেলায় একযোগে ভার্চুয়াালি গণ গ্রন্থাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া। কেন্দ্রীয় ভাবে উদ্বোধনের পর বোচাগঞ্জে ভিত্তি প্রস্থ্যরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা। এ সময় সেতাবগঞ্জ তখন প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, সাংবাদিক যথাক্রমে মোঃ শাকিল জোহা চৌধুরী, মোঃ লতিফুল ইসলাম ফুল, সুমন চন্দ্র সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিটি উপজেলায় নির্মাণাধীন গণ গ্রন্থাগারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা।