বৃহস্পতিবার সুইহারীস্থ নিজস্ব কার্যালয়ের হলরুমে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ কে সামনে রেখে আহবায়ক কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মোঃ শামীম বিন গোলাম পার্ল নির্বাচনের সকল সমস্যাগুলো তুলে ধরেন। যৌথ সভায় বক্তব্য রাখেন প্রার্থী মোঃ ফজলে রাব্বি, মোঃ সাইফুল রাজ চৌধুরী, মোঃ আব্দুল হাকিম, শেখ বাদশা, মোঃ রমজান আলী, মোঃ রেজাউল ইসলাম পানু, মোঃ খোকন, মোঃ আলমগীর, মোঃ হিরু, মোঃ এনামুল হক ও আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতাসহ কমিটির সদস্যবৃন্দ এবং নির্বাচন কমিশনারের সহকারী নির্বাচন কমিশনার সহিদুল ইসলাম শহিদুল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।