পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা। অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অর্থসহ কোরআন, ক্রেস্ট, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম, চাবির রিং, ব্যাগ এবং ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহিব্বুল্লাহ মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক শিবির নেতা ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। দক্ষতা অর্জনের বিকল্প নেই।