বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৩, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিত অংশিদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রওনাকুল ইসলাম। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয় এবং জেলা প্রশাসকের নেতৃত্বে যুব র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রওনাকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মোঃ একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সদস্য মোঃ রেজাউল ইসলাম রেজা। এছাড়াও প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনন্যা রায়, মোঃ হারুন-অর-রশিদ, মাহামুদুন নবী, সাবিহা সুলতানা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি অরবিন্দ সিলভেস্টার গমেজ।
এছাড়াও প্রশিক্ষিত সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠক ২ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সদর উপজেলা কার্যালয় কর্তৃক ৫ জনকে যুব ঋণের চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি ধন্যবাদ জ্ঞাপন করেন যুব উন্নয়ন অদিধপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মুনির শাহনাজ চৌধুরী কেয়া ও মোস্তাফিজুর রহমান রুপম।
অপরদিকে বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অপরদিকে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, সম্মানীত অতিথিবৃন্দসহ সকলকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।
এমবিএসক
মঙ্গলবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা বালুবাড়ী বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র কারিগরি ও আর্থিক সহায়তায় “প্রযুক্তি নির্ভর যুব শক্তি-বহুপাক্ষিত অংশিদারিত্ব অগ্রগতি”-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ কে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালীসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত হয়েছে।
এমবিএসকে’র নির্বাহী প্রধান মোছাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সার্বিক তত্ত¡াবধানে র‌্যালীতে রেইজ প্রকল্পের তরুণ উদ্যোক্তা শিক্ষানবিশগণ, মাস্টারক্রাফটস পারসন, রেইজ প্রকল্পের পিআইইউ টিম ও সংস্থার কর্মকর্তাসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। র‌্যালীটি দিনাজপুর সদরের সংস্থার প্রধান কার্যালয় হতে বের হয়ে খোকন মৌলভীর মোড় হয়ে দিনাজপুর পলিটেকনিক্যাল মোড় হয়ে মহিলা কলেজের সামনে দিয়ে শহিদ মিনার মোড় হয়ে প্রধান কার্যালয়ে এসে এমবিএসকে’র কনফারেন্সরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কেইস ম্যানেজমেন্ট অফিসার, লাইফ স্কীল অফিসার, একাউন্টস অফিসার এবং সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালিদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত সংগঠক আবু সায়াদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে যুব সংগঠক মহসিনা সহ অনেকে বক্তব্য রাখেন।
ফুলবাড়ী
ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা ও ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর সহযোগিতায় সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. ইসাহাক আলী এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম।
এতে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন গোস্বামী ও অফিস সহকারী যুক্ত কম্পিউটার অপারেটর মেজবাউল রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদে ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, উদ্যোক্তা শামীম হোসেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে আনুষ্ঠানিকভাবে যুবদের মাঝে ঋণ প্রদান, প্রশিক্ষণের ভাতা প্রদানসহ সকলের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হয়।
খানসামা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” ¯েøাগানে নানা আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। গতকাল ১২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, কর্মশালা এবং সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকাসহ নানা ট্রেডে যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও যুবগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত