বৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২২, ২০২১ ৪:৫৬ পূর্বাহ্ণ

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে কাউকে কিছু না জানিয়ে ইতোমধ্যে পারিবারিকভাবে দুই জনের দাফন হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার পোতাপের চরের আবুল হয়দারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, পিরোজপর এলাকার আবু সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন, ছাত্রলীগ কর্মী মহসিন মিয়া ও নাহিদ হাসান জিসান।

তবে অসুস্থদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ বলেন, ‘ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদসহ চারজন মারা গেছে। তবে কিভাবে মারা গেছে জানি না।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে সবাই এক সঙ্গে মদপান করেন এবং সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। দুপুরে মালিবাগের একটি ক্লিনিকে মারা যায় জাহিদ। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আরও ছয় জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বিষয়ে খোঁজ করছে পুলিশ।’

তিনি বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তোফাজ্জল ও মহসিনের মরদেহ কাউকে না জানিয়ে দাফন করে ফেলেছেন তার স্বজনরা। পরিবারের সদস্যরা মদপানের কথা অস্বীকার করেন।’

ওসি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তোফাজ্জলই কোথাও থেকে মদ আনেন। পরে সবাইকে নিয়ে পান করেন। ধারণা করা যাচ্ছে, মাত্রাতিরিক্ত অথবা বিষাক্ত মদে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জাহিদের মরদেহ আনার জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। তোফাজ্জলও যেহেতু মারা গেছে তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  খানসামায় প্রস্তুতি সভা

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খানসামায় প্রস্তুতি সভা

আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে  ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

রাণীশংকৈলে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

রাণীশংকৈলে রাতের আধাঁরে সীমানা প্রাচীর ভাঙচুর

কারামুক্তির পর হাসপাতালে রোজিনা ইসলাম

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিদিন গ্রুপের আয়োজনে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

ঝোপঝাড়ে মলত্যাগ সংবাদ প্রকাশে’ রাণীশংকৈলে ৩০ পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাড়ী

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা