বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে থানা মার্কেটের ২য় তলার ২৫ নং দোকানে টেকস্যাভি এর শোরুম উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো: মোশারফ হোসেন বাবুল। এসময় টেকস্যাভি প্রোফাইটর রাসেল ঈসা, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল হাবিব মামুন, কাউন্সিলর মেহেদী হাসান, হুমায়ুন কবির, আ:আহাদ, আ: বারিক, তাইজুল ইসলাম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া, ঠিকাদার মো: কামরুল, সজল মাষ্টার, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন