বুধবার , ২৬ জুন ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে প্রেমিকা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৬, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেম পরকীয়ায় গড়ালে তার জেরে সংসার ভেঙে যায় দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বাবলি আক্তার (২৪) নামে এক সন্তানের জননী। বাবলীর সাত বছরের সংসার, এক সন্তান এবং বাবা-মায়ের ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করেছেন ভালোবাসার দাবি নিয়ে। তবে ভাগ্যর কি নির্মম পরিহাস পরকীয়ার জেরে স্বামীর কাছ থেকে তালাক পর এখন মেনে নিচ্ছে না সেই প্রেমিকও।

২৩ জুন রোববার সকাল ১১টা থেকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ী এলাকার দেবারুপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে প্রেমিক রেজওয়ান ইসলামের বাড়িতে এ অনশন শুরু করেন তিনি। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক রেজওয়ান ইসলাম,আব্দুল লতিফ সহ সপরিবার।

বাবলি আক্তার জানান, বিয়ের দুই বছর পর থেকেই প্রথমে তাদের ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরকীয়া প্রেমের সম্পর্কের পর তাদের সরাসরি যোগাযোগ শুরু হয়, এভাবেই পরকীয়া সম্পর্ক চলে চার বছর।
পরকীয়ার বিষয়ে জানতে পারলে বাবলি আক্তারকে ডিভোর্স দেন তাঁর স্বামী আমিনুল।

অন্যদিকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক রেজওয়ান একাধিকবার তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান বাবলি।

প্রেমিকের বাড়িতে এসে অনশন করা ঐ নারীর কাছ থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে নষ্ট করে ফেলেন প্রেমিক রেজওয়ানের বন্ধ বুলু। একপর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়া হয়। এর পর তালা ঝুলিয়ে পরিবারসহ পালিয়েছে পরকীয়া প্রেমিক রেজওয়ান ইসলাম। এমতাবস্থায় ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ প্রসঙ্গে মতামত জানতে রেজওয়ান ইসলামকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সুইচ অফ করে দেন। তবে একটি কল রেকর্ড সূত্রে জানা যায়, ৪ বছরের সম্পর্কের বিষয়টা স্বীকার করলেও বিয়ে করতে নারাজ তিনি।

এ বিষয়ে শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে জানান,ইউপি সদস্য অমরের ওয়ার্ডে বাবলী আক্তার নামে নারী অবস্থানের বিষয়ে জানতে পেরে সংরক্ষিত মহিলা সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এ নিয়ে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে  স্বদেশ ও প্রবাসীদের ঈদ পূনর্মিলনী

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে স্বদেশ ও প্রবাসীদের ঈদ পূনর্মিলনী

টিকা ছাড়া চলাফেরায় শাস্তি : বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

পীরগঞ্জে আওয়ামীলীগের কর্মী সভা

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই কমেছে.পাশের হার ৭৬.৮৭ শতাংশ

বিজেপির জাতীয় কমিটি থেকে বাদ পড়লেন মেনকা ও বরুণ গান্ধী

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করলো বাংলাদেশ

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জের আদিবাসী পরিবারগুলোর দাবী হারানো পৈত্রিক জমি ও বসতভিটা ফিরে পেতে চাই

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী জিয়া-মোস্তাকরা এখন ইতিহাসের আস্তাকুড়ে -হুইপ ইকবালুর রহিম

প্রতারকের খপ্পর পালিয়ে বাচঁলো তরুনী, পরিবারের কাছে পাঠিয়ে দিল উপজেলা ভাইস চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে এই প্রথম জয়নাল আবেদীন মিলনায়তনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করন সম্মেলন অনুষ্ঠিত হয়