বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জে প্রজন্ম উশু ফাইট স্কুল‘ এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আফসানা আক্তার ঋতু ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস্ উশু খেলাতে প্রথমবারের মতো রুপার পদক অর্জন করেন। এ উপলক্ষে ৬ মে বৃহস্পতিবার বিকাল পাঁচ টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিজ কার্যালয়ে ’বীরগঞ্জ প্রজন্ম উশু ফাইট স্কুল‘ এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক ও স্থানীয় অনলাইন পত্রিকা সবুজ বাংলা নিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ ইয়াছিন আলী। প্রধান অতিথি তার বক্তব্যে মাদক কে না বলে,খেলাধুলায় যুব সমাজকে এগিয়ে এসে,শারীরিক ফিটনেস এর ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেন এবং বক্তব্য শেষে ঋতুর হাতে সনদপত্র সহ রুপার পদক তুলে দেন। এসময় প্রজন্ম উশু ফাইট স্কুলের সবুজ বাংলা নিউজের সম্পাদক উত্তম শর্মা, জাতীয় উশু কোচ বাবুল আহমেদ রুবেল, প্রশিক্ষক নুর আলম ইসলাম বাবু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।