বৃহস্পতিবার , ১ জুলাই ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সামন্য বৃষ্টিতেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যাদুরাণী হাটে জলাবদ্ধতা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ

!

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে সামন্য বৃষ্টি হলেই অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সংস্কার আর সচেতনার অভাবে কয়েক বছর ধরে যাদুরাণী বাজারের এই অবস্থা। বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে বাজার ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার থেকে প্রতিবছর প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। তারপরেও বাজার উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জোর দাবী জানিয়েছেন ভূক্তভোগি ব্যবসায়ীরা।

যাদুরাণী বাজার ঘুরে দেখা যায়, কাঁচা বাজার, মাছ বাজার, পেঁয়াজ বাজার ও পাট বাজারের গলিসহ প্রতিটি অলিগলির ড্রেনেজ ব্যবস্থা খুবই লাজুক। হাটের দিন বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা প্রকাশ্যে ড্রেনের ভিতর পঁচা মাছ-সবজি ও পঁচা খাবারসহ ময়লা-আবর্জনা ফেলছে। আর সেই ময়লা-আবর্জনার উপর বা পাশে দাঁড়িয়ে প্রসাব করছে অনেকে। ফলে ড্রেনগুলো ভরে গেছে। ড্রেনের পাশ দিয়ে চলাচল করতে গেলেই দম বন্ধ হয়ে আসে পঁচা ময়লা-আবর্জনার দুর্গন্ধে।

যাদুরাণী বাজারের স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দীন বলেন, যাদুরাণী বাজারে সপ্তাহে প্রতি মঙ্গলবার হাট বসে। কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ড্রেনগুলো নোংরা ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিশস্কান ব্যবস্থা বন্ধ থাকায় সামন্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বাজারের অলিগলি জনগণের চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পঁচা আবর্জনা বৃষ্টির পানিতে মিসে দূর্গন্ধ হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। এতে বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শরীরে রোগ জীবাণু ছড়াচ্ছে।

তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট। নেই প্রয়োজনীয় সংখ্যক ডাসবিন। ব অথচ কয়েক বছর ধরে বাজারে ক্রেতা-বিক্রেতা ও জনগণের নেই কোনো নাগরিক সুবিধা। বর্ষা মৌসুমে এবারও বৃষ্টির শুরু হয়েছে। বৃষ্টিতে বাজারের যে পরিস্থিতি হয় তাতে দ্রুত ড্রেন সংস্কার না করা হলে ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে।
যাদুরাণী বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক কামাল বলেন, আমরা ইউএনও কে ড্রেন পরিস্কারের বিষয় অবগত করলে৷তিনি আমাকে বলেন আমি চেয়ারম্যান কে বলে দিচ্ছি৷
আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি৷
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ইউপি চেয়ারম্যান কে দায়িত্ব দিয়েছি আজ কালের মধ্যে সংস্কারের করবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে সেমাই তৈরিকার খানায় ৪ জনকে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজ

আটোয়ারীতে সয়নের খুনীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন

পীরগঞ্জে কিশোর কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি, এতিমখানা মাদ্রাসায় শৌচাগারের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন!

পার্বতীপুর ও বীরগঞ্জে দূর্ঘটনায় নিহত-৩জন চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে আহত ২০

ফুলবাড়ীতে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির প্রদুর্ভাব