পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ বাজার এলাকায় সেতাবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন জানান, রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান (সাদ্দাম স্টোর) বন্ধ করে বাড়িতে ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির প্রায় ৩ লক্ষাধিক টাকা রক্ষিত ছিল।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য ইতিপূর্বে কলেজ হাটের ব্যবসায়ী গোলাম নবী দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।