এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে আজ ৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুইজন নির্বাচিত সুফল ভোগীর মাঝে একটি করে পশু ও উপকরণ বিতরণ করা হয়।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো.যোবায়ের হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.নাসিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়। উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের মাহান মাড্ডি ও ধনতলা ইউপি’র নাগেশ্বরবাড়ী গ্রামের রবিন হাসদার হাতে পশু ও উপকরণ তুলে দেন।