বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন তথা কুরবানি করা হবে।
রোববার সন্ধ্যায় ফেনীর আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।
এদিকে ১৪৪২ হিজরি সনের ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রোববার সন্ধ্যায় এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্ব এই বৈঠক অনুষ্ঠিত হয়।