রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৮, ২০২১ ১:০৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৮৫ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের মরিচা ইউনিয়নের কনপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও