শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ কামাল তারুন্যের প্রেরণা ও দৃষ্টান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৬, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট -২০২১ বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, শেখ কামাল এর কারণে ক্রীড়াঙ্গন সমৃদ্ধি লাভ করেছিল। তিনি নিজেও একজন ভাল ক্রীড়াবিদ ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিও ছিলেন। শেখ কামাল তারুন্যের প্রেরণা ও দৃষ্টান্ত। তার আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। আজ কামাল যদি বেঁচে থাকতো এই সমাজকে অনেক কিছু দিতে পারতো। কারণ তার যে বহুমুখী প্রতিভাটা সেই প্রতিভা বিকশিত হয়ে দেশের সব অঙ্গনে অবদান রাখতে পারতো এবং সে রেখেও গেছে সে চিহ্ন। আর শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে শেখ কামাল বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লাখো কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন।এর আগে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।এরপর প্রদর্শনী ফুটবল ম্যাচের উদ্বোধন করেন এমপি গোপাল। এরপর খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং গ্রুপ ছবিতে অংশ নেন এমপি গোপাল। খেলায় অংশ নেন রাণীরবন্দর বনাম বীরগঞ্জ বালক দল এবং পলাশবাড়ী বনাম বীরগঞ্জ টাউন বালিকা দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ইয়াসিন আলী,বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তু, সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, সহ-সভাপতি মেহেদী হাসান সুজন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহের সমাপনি

ঘোড়াঘাটে ল্যাম্পি স্কিন ডিজিজ টিকাদান কর্মসূচীর উদ্বোধন

মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন তেঁতুলিয়ায় ইএফটিতে এখনও ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন পাননি

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা

৩দফা দাবিতে দিনাজপুরে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন !

হরিপুরে জমি দখলে বাধা দেওয়ায় বাড়ি ঘর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ -আহত ৭

পীরগঞ্জে ব্যস্ত সময় পার করছে নরসুন্দররা!

জেলা প্রশাসনের সহযোগিতা পেল দরিদ্র পরিবার