শনিবার , ১৮ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের প্রধান ৩ নদীর পানি বাড়ছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৮, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের ছোট-বড় সব নদীতেই পানি বাড়ছে। অবিরাম বৃষ্টিপাত হলে জেলার তিন নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশংকা রয়েছে।
গতকাল শনিবার সকালে জেলার আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করলেও দুপুরের পর তা কিছুটা নেমে আসে।
তবে দিনাজপুরে ছোট-বড় ১৯টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবার আগামী ৭২ ঘণ্টায় জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
গত কয়েকদিন ধরে বৃষ্টিúাতের সাথে উজান থেকে বেয়ে আসা পানিতে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহাবুব আলম জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার বিকালে পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমা থাকলেও ৩০ দশমিক ৮০মিটার, আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৬৫০ থাকলেও ৩৮ দশমিক ২৭ এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমা ২৯ দশমিক ৯৫০ হলেও ২৮ দশমিক মিটার রয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি আরও জানান, দিনাজপুরে বৃষ্টিপাত হলে নদ-নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করার আশংকা রয়েছে।
অপরদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে ভারতের শিলিগুড়ি, আসামসহ বেশ কয়েকটি রাজ্যের ওপর বৃষ্টির বলয় রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় আশপাশের কয়েকটি জেলার পাশাপাশি দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা

দিনাজপুর-১ আসনে ৪বারের এমপিকে হারিয়ে বিজয়ী জাকারিয়া জাকা

দিনাজপুর বিএডিসি হতে প্রণোদনার মেয়াদ উত্তীর্ণ বীজ বিতরণ

দিনাজপুরে কম্বল বিতরণকালে মোঃ আনিছুর রহমান সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

খানসামায় পিতাকে ছুরিকাঘাতের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আদালতে সোর্পদ

বীরগঞ্জ ঢেপায় নৌকা যোগে নদীতে পারা-পারের একমাত্র মাধ্যম এখন শুধুই স্মৃতি

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

বীর নিবাসে শেষ দিন পর্যন্ত থাকার ইচ্ছা- মোঃ পিয়ার আলী,

বিভিন্ন অনিয়মের অভিযোগে বিরামপুরে  পদ হারালেন ইউপি চেয়ারম্যান

বিভিন্ন অনিয়মের অভিযোগে বিরামপুরে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

অসহায়দের পাশে ঠাকুরগাঁওয়ের ৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা