রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাইলট স্কুল রোড়ে বুধবার (২২ ডিসেম্বর) গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনূষ্ঠানে চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ গোপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক। ভারচুয়ালে বক্তব্য রাখেন ব্যাবস্থাপনা পরিচালক শামসুল হক, ঠাকুরগাঁও চক্ষু হাসপাতালের ম্যানেজার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব, অধ্যক্ষ গোলাম মোস্তফা সহ চক্ষু কেন্দ্রের চিকিৎসক ও কর্মচারীরা।