বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আবু সুফিয়ান সংবাদ সম্মেলন করেছেন। স্বজনপ্রীতি অনিয়মের মাধ্যমে ফলাফল প্রকাশ ও ফলাফল সীট প্রদান না করে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে ২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে লিখিত ভাবে বক্তব্যে বলেন, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আমি মোঃ আবু সুফিয়ান প্রতীক (ফুটবল)অংশগ্রহণ করে ব্যাপক গণসংযোগ করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছি। কেন্দ্র নং৬ -সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার নিকটতম প্রার্থীর সংখ্যা ৫জন, ভোটার সংখ্যা ১৮৩৯জন। কিন্তু কত ভোট পেয়েছি তার ফলাফল সীট প্রদান না করে আমার এজেন্টকে বের করে দিয়ে ফলাফল ঘোষণা করেন। স্বজনপ্রীতি অনিয়মের মাধ্যমে আমার প্রতিদ্বন্দন্দ্বী মোঃ আফতাব উদ্দিন (বৈদ্যুতিক ফ্যান) প্রতীককে বিজয়ী ঘোষণা করেন। আমি পুনরায় ভোট গণনার জন্য লিখিতভাবে স্মারক লিপি দিনাজপুর সিনিয়র নির্বাচন অফিসার ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছি।