বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার ও শনিবার সূর্য পূজা পালন করে। দেশের বিভিন্ন সনাতন ধর্মালম্বীদের এই দুই- দিনব্যাপী সূর্যপূজা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে বীরগঞ্জ পালিত হয়েছে সূর্যপূজা কে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজা। প্রতি বছর ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয় বীরগঞ্জ ঢেপা নদীতে মনোবাসনা পূর্ণ, আপদ – বিপদ দূরীকরণসহ বিভিন্ন মানত পূরণে ধর্মাবলম্বীর হরিজন, রবিদাস,ও রজক সম্প্রাদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থীর সমাগম ঘটে এই সূর্যপূজায়। নদীর তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পূণ্যার্থীদের পদচারণায় এবং এক মিলনমেলার সূষ্টি হয় সূর্য পূজার প্রথম দিনে গত শুক্রবার বিকেলে পুণ্যার্থীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীর তীরে উপস্থিত হন। শুক্রবার-শনিবার নদীর তীরে উপস্থিত হয় সূর্য উদয় হওয়ার পূর্বে মুহূর্ত থেকে শেষে নদীতে স্নান ও শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন এ পূজা। পূজা শেষে একে অন্যকে আবির মাখিয়ে দেন পুণ্যার্থীরা।