বুধবার , ২০ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রোটাবর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে রোটারী ক্লাবের বিভিন্ন কর্মসূচী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২০, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
রোটাবর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে রোটারী  ক্লাবের বিভিন্ন কর্মসূচী

রোটাবর্ষ শুভারম্ভ অনুষ্ঠান উপলক্ষ্যে বৃক্ষরোপন, শিক্ষা অনুদান, রোটাবর্ষ শুভারম্ভ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনাজপুর রোটারী ক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১১টায় দিনাজপুর সরকারী সিটি কলেজ চত্বরে বৃক্ষরোপন ও সরকারি সিটি কলেজের একজন গরিব মেধাবী শিক্ষার্থী মোঃ আব্দুল লতিফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৭৭তম স্থান পাওয়ায় ওই শিক্ষার্থীকে রোটারী ক্লাবের পক্ষ থেকে শিক্ষা অনুদান ও কলেজের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
রোপনকৃত বৃক্ষের মধ্যে ছিল বলজ, ফলজ ও ঔষধী গাছের চারা। উক্ত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মোজাম্মেল হক (প্রিন্সিপাল, দিনাজপুর সরকারি সিটি কলেজ) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডিশনাল ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ, ডিষ্ট্রিক্ট এডিশনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুল, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মোঃ ছায়েদ আলী (প্রভাষক, দিনাজপুর সরকারি মহিলা কলেজ), রোটারিয়ান আইপিপি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, রোটারিয়ার মোঃ মাসুদ রানা, রোটারিয়ান স্টিফেন্স লিউক মালাকার, প্রভাষক (কবি ও গবেষক) চাষা হাবিব, দিনাজপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শংকর কুমার কুন্ডু।
উল্লেখ্য, গরিব ও মেধাবী ছাত্র মোঃ আব্দুল লতিফের পিতা মোঃ শফিকুল ইসলাম একজন রিকসা চালক। তার গ্রামের বাড়ী বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের সত্যপির ডাঙ্গাগ্রামে। সে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগে দিনাজপুর সরকারি সিটি কলেজ হতে আইএ পাশ করে। দেশের ৪টি নামী দামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে ৪ টি তেই (বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩১৩ তম স্থান অধিকার করে। এ ছাড়াও শিক্ষার্থী আব্দুল লতিফ দেশের অন্য দুইটি এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ও মেরিণ একাডেমীতে ভর্তি হওয়ার গৌরব অজর্ন করে। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়ার মত প্রকাশ করে। অপরদিকে বিকেল ৫ টায় শহরের নিমতলাস্থ খালপাড়া রোটারী সেন্টার হতে রোটাবর্ষ ২০২০-২০২৩ কে স্বাগত জানিয়ে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যায় ক্লাব ভেনুতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় দিনাজপুর রোটারী ক্লাবের সকল রোটারিয়ান বৃন্দ ও হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

হরিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে অপসারণের বদলে বদলী ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাণীশংকৈলে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ মোটরসাইকেল সহ নগদ অর্থ লুট

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব

পীরগঞ্জে সাহিত্য পরিষদের কমিটি গঠন

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম সনদধারীরাই সাংবাদিক পরিচয় দিতে পারবেন