রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান হওয়া প্রয়োজন-ব্যারিস্টার নওশাদ জমির

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান হওয়া প্রয়োজন। নতুন সংবিধান রচনা হলে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। আমি বিশ্বাষ করি পুরাতন গøানি ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নতুন সংবিধান মানেই নতুন সামাজিক চুক্তি। তিনি গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় জেলা শ্রমিক দল আয়োজিত সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, রাস্তা দখল করে মিছিল ও ফুল দেয়ার রাজনীতি বাদ দিয়ে চিন্তার পরিবর্তন আনতে হবে। এগুলো পুরনো রাজনীতি। এগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার আগে। তাদের সুযোগ সুবিধা আগে। আমাদের রাজনৈতিক দলগুলো নতুন এই রাজনীতির সাথে পরিচিত হতে হবে। আর আমরা যদি নতুন এই রাজনীতির সাথে পরিচিত না হই তাহলে মানুষ আমাদেরকেও আওয়ামীলীগের মতো প্রত্যাখান করবে। দেশের সব ধর্মের মানুষের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে জাতীয় টেলিভিশনের শুরু হয় প্রত্যেক ধর্মীয় গ্রন্থের পাঠ দিয়ে। এছাড়া আমাদের দেশে প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় উৎসবের জন্য ছুটি দেয়া হয়। এটা অন্য কোথাও নেই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াসী। আমাদের জাতীয়তা বাংলাদেশি। আমাদের বৈষম্য করার সুযোগ নেই। আমাদের দলের লোকজন আপনাদের ঘরবাড়ি ও মন্দির পাহাড়া দিয়েছে। আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। এছাড়া যারা কারো প্রতি ব্যক্তি আক্রোশে ঘরবাড়ি বা সম্পদ নষ্ট করবে তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বা থাকবে না। দলের কেউ এমন কাজ করলে তাকে বহিষ্কার করা হবে। দলের বিরুদ্ধে এখনো নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনোরঞ্জন বনিক, স্কুল শিক্ষক অসীম কুমার দত্ত, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ই্সলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এড. আদম সুফি, এড. নাজমুল ইসলাম কাজল, শ্রমিকদল নেতা রাজিউর রহমান রাজুসহ সনাতন ধর্মালম্বী নেতারা বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এক ব্যাগ রক্ত একটি পরিবারের কান্নাকে থামিয়ে দিতে পারে

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

রাণীশংকৈলে সাংবাদিকের পিতা নজরুল আর নেই

আওয়ামীলীগ কখনো আপনার বন্ধু হতে পারেনা — র্মিজা ফয়সল আমিন

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা