পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই দিনব্যাপী আধুনিক ভূমি ব্যব¯’াপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, স্থানীয় সরকার বিভাগের ইউ জি ডি পি প্রকল্পের ইউ ডি এফ জসীম উদ্দিন প্রমুখ। উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে ইউজিডিপি এবং ¯’ানীয় সরকার ও জাইকার সহযোগিতায প্রশিক্ষনের ২ দিনে ৩ ব্যাচে শিক্ষক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের ১০৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।