বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পূর্ব শক্রতার জেরে রোপণকৃত ক্ষেতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ফসলের ক্ষতি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত কৃষক। কাহারোল উপজেলার রামপুর (ষোলমাইল) গ্রামের মৃত ভবেন্দ্র নাথ রায় এর ছেলে উত্তম কুমার রায় অভিযোগ করে জানান, কাহারোল উপজেলার মৃত ললিত রায়ের ছেলে দিলীপ রায়,একই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে আকবর আলী, দৌলতপুর গ্রামের নায়েব আলীর ছেলে মোস্তফা ও বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের তোফাজ্জল গংসহ ৩/৪ সংঘবদ্ধদল বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের দৌলতপুর মৌজার ১৮৫ দাগের ১.৮৭ একর ৭০ বছরে দখলকৃত পৈত্রিক সম্পত্তির জমিতে রাতের অন্ধকারে আগাছা নাশক বিষ ছিটিয়ে ইরি রোপণকৃত ধানের চারা ঝলসে দিয়েছে। কৃষক উত্তম কুমার রায় জানান, দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ জের ধরে সম্পত্তি ইতপূর্বে জোরপূর্বক জবর দখলের চেষ্টা ব্যার্থ হয়ে দিলীপ,আকবর,মোস্তফা ও তোফাজ্জল হোসেন বর্ণিত সম্পত্তি শান্তিপূর্ণভাবে চাষাবাদ করিতে দিবে না ও সুযোগ পাইলে আমার ফসলের ক্ষতি করবে মর্মে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসতো। প্রতিদিনে ন্যায় গত ২ মার্চ -২০২২ তারিখ সকালে রোপণকৃত ইরি ক্ষেত সার দেওয়ার জন্য গিয়ে দেখি আমার ইরি ক্ষেতে ধানের চারাগুলো আগাছা নাশক বিষ দিয়ে ঝলসে দিয়েছে। আমার আত্নচিৎকারে দুলাল মিয়া,আব্বাস আলী সহ আরও অনেকে ছুটে আসে। প্রায় ১লাখ টাকার ইরি ধানের চারাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে নিরুপায় কৃষক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিস, বীরগঞ্জ থানা, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথকভাবে লিখতভাবে অভিযোগ দায়ে করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু রেজা মোহম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত সাপেক্ষে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।