শনিবার , ২৮ নভেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৮, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ, আসন্ন আখ মাড়াই মৌসুমে ১৫টি চিনিকল চালু করার তারিখ নির্ধারণ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনা পরিশোধ, আখ চাষীদের আখের পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করছে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী সমিতি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন মিলের শ্রমিক কর্মচারী ও আখচাষীরা।

মানববন্ধনের বক্তব্যরা প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষন করে বলেন, কৃষি খাতে ভর্তূকী দি”েছন সরকার, তাই সুগার মিলকে টিকিয়ে রাখাতে ভর্তুকি, মিলকে আধুনিকায়নসহ ৫ দফা দাবি বাস্তবায়নের উপর তাগাদা দেন।

বক্তব্য দেন আখ চাষী সমিতির সদস্য সচিব ইউনুস আলী, কৃষক প্রতিনিধি জাকারিয়া হোসেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সহ আরো অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও