শনিবার , ২৮ নভেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝোপঝাড়েই মলত্যাগ এক পাড়ার ৩২ পরিবারের

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৮, ২০২০ ৭:৩৯ অপরাহ্ণ

রাণীশংকৈল প্রতিনিধিঃ-
স্যানিটেশনের অভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি পাড়ার ৩২টি পরিবারের সদস্যরা মলত্যাগ করছে ঝোপঝাড়ে। অর্থনৈতিক সংকটের কারণে সুপেয় পানি ও স্বা¯’্যসম্মত স্যানিটারী ল্যাট্রিনের ব্যব¯’া করতে পারছে না এখানকার বাসিন্দারা। পা”েছ না সরকারী সহায়তায়ও। তাই বাধ্য হয়ে ভোরের সূর্য ফোটার আগেই ৩২টি পরিবারের নারী পুরুষ মিলে প্রায় ১শত ৫০ জন মানুষকে সেরে নিতে হয় মলত্যাগের কাজ। এতে তাড়া আক্রান্ত হ”েছ ডায়রিয়া আমাশয়সহ কৃমিজনিত রোগে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে জানা গেছে, নেকমরদ ঘনশ্যামপুর মৌজার একটি পুকুরের পাহাড় সরকারী সম্পত্তি হওয়ার সুবাদে, গত বছরের জুন মাসে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভুমিহীনদের পূর্ণবাসনের ব্যব¯’া করেন,তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা। ভুমিহীনদের মধ্যে রয়েছেন আদিবাসী হিন্দু মুসলমি ও হরিজন সম্প্রদায়ের মানুষজন। তাড়া মিলে মিশে সেখানে বসবাস করলেও স্বা¯’্য সম্মত স্যানিটেশনের অভাবে তাড়া পরিবার পরিজন নিয়ে চরম সমস্যায় রয়েছেন বলে এ প্রতিবেদককে জানান।
ঐ পাড়ার মালতি রাণি শাš‘ পাহানসহ অনেকে বলেন, গত বছরে ইএসডিও নামক এনজিও’র সহায়তায় এবং আমাদের আবেদনের পেক্ষিতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা এখানে আমাদের বাস¯’ানের জন্য তিনশতক জায়গা নির্ধারণ করে ৩২টি পরিবারকে এখানে বসবাস করার সুযোগ করে দেন। তারা অভিযোগ করে বলেন, ঋণ মাহজন করে মাথা গোঁজার ঘর করলেও অর্থনৈতিক অভাবে সুপেয় পানি ও স্বা¯’্য সম্মত টয়লেট ¯’াপন করতে আমরা পারিনি। ¯’ানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা জনস্বা¯’্য প্রকৌশলী দপ্তরে ঘুরেও আমরা সরকারীভাবে স্যানিটেশন ব্যব¯’ার আওতায় আসতে পারিনি। ¯’ানীয়রা মিলে মিশে কিছু ছোট সাইজের টিউবওয়েল ¯’াপন করে পাড়ার পানি সরবরাহের ভোগান্তি কিছুটা কমিয়েছি। তবে অর্থনৈতিক সংকটের কারণে ¯’াপন করা সম্ভব হয়নি স্বা¯’্য সম্মত টয়লেট। তারা আক্ষেপ করে বলেন, দেশের নাগরিক হয়েও আমরা অবেহেলিত কেউ আমাদের খোঁজ রাখে না। যা করতে হয় তা লড়াই করেই আদায় করে নিতে হয়। তাই আমরা নিজেদের অবেহেলিত হিসেবে দাবী করি।
তারা সরকারে উর্দ্ধধন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়ে বলেন, স্বা¯’্য সম্মত টয়লেট সুপেয় পানির ব্যব¯’ার পাশাপাশি তাদের ঘরবাড়ীগুলো যেন সরকারী সহায়তার মধ্যে আনা হয়।
উপজেলা জনস্বা¯’্য প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, আমরা ১৩টি গু”ছগ্রামকে স্যানিটেশন ব্যব¯’ায় আনতে ইতিমধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি। অনুমোদন পেলেই ব্যব¯’া নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না শনিবার(২৮নভেম্বর) মুঠোফোনে বলেন, এখনো মানুষ ঝোপঝাড়ে মলত্যাগ করছে এটা ভাবতে অবাক লাগছে। বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে অব্যশই প্রয়োজনীয় ব্যব¯’া নিব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সদরের ২০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমার আর নেই (ইন্না – – রাজিউন)

দুদিনের ব্যবধানে ৫০ টাকা  বেড়েছে কাঁচামরিচের দাম

দুদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান আহত ও সাবেক মেম্বার নিহত

চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বোদায় স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্য কথার আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

রাণীশংকৈলে শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির প্রস্তুতি মূলক সভা