বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও বাড়বে দিন-রাতের তাপমাত্রা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৭, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

এবার চৈত্রের শুরুতেই দেখা দিয়েছে তাপপ্রবাহ। বর্তমানে যা ঢাকাসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আভাস রয়েছে আরো বাড়ার।আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের উপস্থিতি থাকায় তাপপ্রবাহ এখনো তীব্রতা লাভ করেনি। তবে তা মাঝারি আকার ধারণ করতে পারে।

রাজনীতিতে মৃদু তাপপ্রবাহেই জনজীবন দুর্বিষহ হওয়ার উপক্রম। অনেককেই রাস্তায় ছাতা নিয়ে বের হতে দেখা যাচ্ছে। আবার রাস্তায় নেমে পড়েছেন বিভিন্ন শবরত বিক্রেতারা। মিলছে আখের রসও।

এদিকে আবহাওয়া অফিস বলছে, সাগরের পানির তাপমাত্রাও বেড়ে গেছে। ফলে সৃষ্টি হয়েছে লঘুচাপের। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায়।

এই অবস্থায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। এছাড়া ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর ও সিলেট জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটিও অব্যাহত থাকতে পারে। ঢাকায় উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ৮-১২ কি.মি.।

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, ‘শনিবার নাগাদ আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।’

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২ টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ ডিগ্রি সেলসিয়াস।

যাযাদি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অনিয়মের স্বর্গরাজ‍্য হরিপুরের কে.বি ডিগ্রী কলেজ

বোদায় মোক্তব যাওয়ার পথে ১২ বছরের শিশু ধর্ষনের শিকার.থানায় মামলা দায়ের

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়ান দিবস পালন

ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০

বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং !

কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের বর্ণাঢ্য রথশোভাযাত্রা

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একজন সুস্থ্য মা’ই পারে সুস্থ্য সন্তান জন্ম দিতে

গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন