বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে সেলাইমেশিন প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৭, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে সেলাই মেশিন প্রদান করেছে ২০০২ সালের এস এস সি ব‍্যাচের ছাত্র-ছাত্রীদের একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় যাদুরাণী বাজারে মোহাম্মদ আলীকে সেলাই মেশিনটি তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ২০০২ এস এস সি ব‍্যাচের ছাত্র মাহতাব উদ্দিন হিটলার, হাবিব মুকুল, মোক্তাদির চৌধুরী, রেজাউল করিম বাবু, সাইফুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি, আলফাজ আলী,রাসেল সরকার, ইসমাইল চৌধুরী, শামীম রেজা ও হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান

সংগঠনের সদস্যরা বলেন, সমাজসেবা ও পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা ও কর্মে এগিয়ে নিতে আমাদের এ আয়োজন। আমরা চাই, কর্মহীন মানুষদের শিক্ষিত ও যোগ্যরূপে গড়ে তুলে সমাজে তাদেরও প্রতিষ্ঠিত করতে।

জানা যায়, ২০০২ ব্যাচের প্রায় সকল সদস্যই কর্মজীবী বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে।
তারা জানান, শুধু নিজের জন্যই না সমাজের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু করতে চাই । এর আগে করোনা মহামারীতে ২০০২ ব‍্যাচ অনেক অবদান রেখেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও