বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এষড়নধষ ঈষরসধঃব ঝঃৎরশব-২০২৫-এর অংশ হিসেবে দিনাজপুরের স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধন করেছে।
মানববন্ধনে জলবায়ু কর্মী, তরুণ সমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে প্রধান দাবিগুলি হলো-নবায়নযোগ্য শক্তিতে অগ্রাধিকার, বন ও পরিবেশ সংরক্ষণে কঠোর আইন, দূষণকারী শিল্পের বিরুদ্ধে ব্যবস্থা, জলবায়ু ক্ষতিগ্রস্তদের সহায়তা, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।
শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,আমরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ বৃদ্ধির দাবিতে লড়াই করছি। বিত্তবানদের মুনাফা ক্ষুধার মানসিকতা আমাদের ব্যথিত করছে। লোভী এই স্বার্থের জন্য আমাদের ভবিষ্যত সংকটে ফেলতে পারি না। তাই আমরা টেকসই ও নিরাপদ পৃথিবীর দাবিতে একত্র হয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটের মুখে পড়বে। এটি আমাদের ভবিষ্যতের লড়াই। আমরা চাই সুস্থ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী।
এসময় তরুণ জলবায়ু কর্মী সেলিম ইসলাম, শফিকুল ইসলাম, সমৃদ্ধি ফাউন্ডেশন, দিনাজপুর চেয়ারম্যান ওমর ফারুক, নির্বাহী সদস্য ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন মোঃ শামীম, সভাপতি মুক্ত আকাশ বিপুল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সমৃদ্ধি ফাউন্ডেশন, মোজাহিদ হোসেন, সিনিয়র সদস্য সমৃদ্ধি ফাউন্ডেশন ইমরান হোসেন,মিডিয়া কমিউনিকেশন ম্যানেজার আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।