রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ স¤প্রতি সারাদেশে চাল,ডাল,তেল,সার, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্য দাম কমানো অবিলম্বে টিসিবির কার্যক্রম ও পুর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং অবৈধ মজুদদার ব্যবসায়িদের বিচারের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০শে র্মাচ রবিবার সকালে রাণীশংকৈল ডাকবাংলা মাঠ হতে মিছিল সহকারে শিবদিঘী যাত্রীছাউনী মোড় হয়ে উপজেলার সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, জেলা সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা সদস্য জনাব সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা সভাপতি তৈমুর হোসেন ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম প্রমূখ।