সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৭, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ

দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
“তারুণ্যের অংশগ্রহন, খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার সকাল ১১টায় জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর জেলা শুধু ধান-চাল ও আম-লিচুর জন্য বিখ্যাত নয়, বরং সংস্কৃতি ও খেলাধুলায় প্রসিদ্ধ একটি জেলা। পরিশুদ্ধ রাষ্ট্র ও জাতি গঠনে খেলাধুলার ভুমিকা অবিস্মরনীয় ও অসাধারণ। এর গুরুত্ব বর্ননা করে শেষ করা যাবে না। যারা খেলাধুলা করেন, তাদের আচার-আচারন বন্ধু সুলভ হয়, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এর ভাব কম থাকে, তারা সমাজের ভালো কাজে ভুমিকা রাখেন। তিনি বলেন, খেলাধুলার বিস্তার ঘটানোর জন্য যেকোন সহযোগিতা করতে জেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন খেলাধুলার মাধ্যমে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে প্রাণবন্ত রাখতে হবে। জেলা প্রশাসক বলেন, দিনাজপুর জেলা পৃথিবীর ৭০ টি দেশের চেয়ে জনসংখ্যায় বড়। এ জেলায় প্রায় সাড়ে ৩৩ লক্ষ মানুষ বসবাস করছেন। বিরাট সম্ভাবনা রয়েছে এ জেলায়। তিনি বলেন, জনপ্রিয়তা অর্জন করতে বা পৃথিবীর মধ্যে পরিচিত মুখ হতে চান, তাহলে খেলাধুলার চেয়ে আর ভালো কিছু নাই।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর স্থানীয় সরকারের উপ পরিচালক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, ক্রীড়া সংগঠক মো. আসলাম হোসেন, এ কে এম মাসুদুল ইসলাম, মো. কামরুজ্জামান, মিজানুর রহমান পাটোয়ারি, রবিউল আউয়াল খোকা, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সুমী, আবু শাহীন প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে কর্মকর্তাবৃন্দ ও জাতীয় এবং জেলা পর্যায়ের খেলোযাড়বৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র প্রস্তাবে ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘ প্রতিবছর ৬ এপ্রিল কে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে। এরই আলোকে ২০১৭ সাল থেকে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি আজকের দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন

“মাদকের বিরুদ্ধে এসো দোড়াই আলোর পথে” শ্লোগানে দিনাজপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

১৫ রমজন উপলক্ষে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক- ২

বীরগঞ্জে কাউন চাষে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা রেজা

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন

ইয়াসমীন ট্রাজেডির গণআন্দোলনে শহীদ সামু-কাদের-সিরাজ এর স্মরণ সভায় এমপি গোপাল