শুক্রবার , ৯ জুন ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৯, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ সম্পাদনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকবৃন্দের জন্য “৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান । রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের। তিনি বলেন, আজকের কর্মশালার বিষয়টি বর্তমান সময়ে খুবই গুরুত্বপ‚র্ণ। ৪র্থ শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি এবং কিভাবে এর প্রয়োগ করতে হবে সেটিই আজকের কর্মশালার বিষয়বস্তু। তিনি বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, নির্ধারিত সময়ের আগেই তিনি তা করতে সফল হয়েছেন। করোনা মহামারীর সময় শিক্ষা ব্যবস্থায় আমরা এর সুফল দেখেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন।স্মার্ট বাংলাদেশের ৪টি মৌলিক ভিত্তি নির্ধারিত হয়েছে, সেগুলো হল স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ণমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এই ভিত্তিগুলো গঠনে আমাদের ভ‚মিকা রাখতে হবে। আজকের এই কর্মশালা সেক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য তিনি আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত