পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে পীরগঞ্জে উপজেলা পরিষদের বাস্তবায়িত ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে সৈয়দপুর ইউনিয়নে পানিহাটা গ্রামে ২৮ লাখ ৮৬ হাজার ব্যয়ে ১ শত ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, উপজেলা প্রকৌশলী শামীম আখতার, পিআইও তারিফুল ইসলাম, ইউজিডিপি’র ফ্যাসিলিটেটর এস এম জসিম উদ্দিন, ঠিকাদার শাহ্জালাল বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলম, ইউপি সদস্য অহিদুজ্জামান অহিদ প্রমুখ।