মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে আন্দোলন করেছে ঠিক সেই সময় প্যাসিস্ট হাসিনা গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করে নির্যাতন করার পাশাপাশি সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপিকে নিশ্চিহৃ করার জন্য বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মামলায় দীর্ঘ দিন অন্ধকার কুঠিরে বন্দী রেখেছে। তাকে হত্যা করার জন্য চিকিৎসা পর্যন্ত দেয়া হয়নি। ফ্যাসিস্ট হাসিনা দুই হাজার নিরপরাধ ছাত্রজনতাকে গুলি করে হত্যা এবং ত্রিশ হাজার মানুষকে পঙ্গু করেছে। দেশের মানুষ এই খুনি হাসিনার বিচার চায়। গত ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় দিনাজপুরের বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের নির্দেশে শীতার্শ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহবায়ক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জøল হোসন দুলাল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোঃ শাহীন খান, দিনাজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ। সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোওয়া এবং শীতার্শ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।