হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মঙ্গলবার সকালে দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১৭মে) মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে শিশু মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন- হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার এম এ জাহিদ, সহকারি প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ধনেশ্বর চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান মিয়া,উপজেলা সমাজসেবা অফিসার রাফিউল ইসলাম ও
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা