বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের উপজেলা শিক্ষক সমিতির হলরুমে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও পৌর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভায় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু,সুভাষ দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এরশাদুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল নবী ওয়াট,যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার,সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু রায়হান মিলন,উপজেলা কৃষক দলের সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুবদলের আহবায়ক আকাশ, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ। এসময় জাতীয়তাবাদী দল বিএনপি সহ দলীয় সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচলনা করেন উপজেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক আল আমিন শাহিন ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। বক্তারা তাদের আলোচনায় বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তারা জিয়াউর রহমানকে হত্যা করেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও জিয়ার শাসন একসঙ্গে বাংলাদেশ পরিচালিত হলে দেশ ভিন্ন রকম উন্নত হতো বলে মনে করেন অনেকেই। দেশের মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো ,এই দুজনের হত্যাকান্ড।সব হত্যাই ঘৃণা ও অপরাধের। এই দুই নেতার হত্যায় দেশের মানুষের চরম ভোগান্তি ও দু:খের সৃষ্টি হয়েছে বলে মনে করেন দেশ প্রেমিক সাধারণ মানুষ। তাই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি সহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী সরকার পতনের সকল আন্দোলন- সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান ।