বুধবার দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত ৫জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উক্ত কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপণ অভিযান আয়োজন ও পরিকল্পনা গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতায় একাডেমি, আনসার, ব্যাটালিয়ন, জেলা, উপজেলা, ক্লাব, সমিতি ও কার্যালয়ে কতৃক একই সাথে সকাল ৯ টায় সারা দেশব্যাপী একই সময়ে ফলজ, বনজ ও ভেজষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উক্ত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, সার্কেল এডজুট্যান্ট মনজুরা বেগম, উপজেলা প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া সহ বিভিন্ন উপজেলা ও নির্বাচিত ক্লাবসমূহের প্রতিনিধিগণ।
উল্লেখ্য, দেশব্যাপী উক্ত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে দিনাজপুর জেলা কার্যালয়ে ৫০টি, প্রতিটি উপজেলায় ১০টি এবং নির্বাচিত ১০টি ক্লাব/সমিতি সমূহের কার্যালয়ে ১০টি করে বৃক্ষ রোপন করা হয়েছে।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অত্র কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো: হাবিবুর রহমান, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রুস্তম আলীসহ উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং কমান্ডারগণ।